আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করছে অন্তর্বর্তী সরকার। এটি চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ১৩.২১ শতাংশ কম হলেও সংশোধিত এডিপির চেয়ে প্রায় ৬.৪৮ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, এই পরিকল্পনায় সরকারের ব্যয় কমিয়ে সুশাসন ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা স্পষ্ট। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই এমন বরাদ্দ ঠিক করা হয়েছে।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, “প্রকল্প বাস্তবায়নে গতি আনতে পারলে, যেটুকু অর্থ বরাদ্দ আছে তা সমাজ ও অর্থনীতিতে কার্যকর প্রভাব ফেলবে।” তিনি আরও বলেন, “বিদায়ী সরকারের বাজেটে রাজনৈতিক বিবেচনায় নেওয়া বহু প্রকল্প থাকায় সেগুলোর সোশ্যাল ও ইকনোমিক রিটার্ন কম ছিল। ফলে সেগুলোর কাটছাঁট হয়েছে।”
চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা এডিপি বরাদ্দ দেওয়া হলেও তা সংশোধন করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
অর্থনীতিবিদরা মনে করেন, বিদেশি সহায়তা ছাড়ে সক্ষমতা বাড়ানো এবং দুর্নীতি ও অপচয় রোধে প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করলে এডিপির সুফল বাড়বে।