বান্দরবানের লামায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি থেকে লুট হওয়া টাকার বান্ডিল। শনিবার (১৭ মে) পর্যন্ত কয়েক দফা অভিযানে পুলিশের উদ্ধার করা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
সর্বশেষ আজ দুপুরে লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিলেটিপাড়ায় ডাকাত দলের মূলহোতা করিমের বাড়ির মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
গত ৯ মে গভীর রাতে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লাইন ঝিরি এলাকার অফিস ডিপোতে হামলা চালিয়ে ১৫–২০ জনের একটি ডাকাত দল এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে।
ঘটনার পর লামা থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আটজনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত হাতুড়ি, চাপাতি, ছুরি ও বোল্ট কাটার।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, লুট হওয়া টাকার একটি অংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, গ্রেফতার আসামিরা কারাগারে আছে এবং বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।