ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
তীব্র তাপপ্রবাহের পর তেঁতুলিয়ায় স্বস্তির বৃষ্টি মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক জুলাই অভ্যুত্থানে আহত ২৩০ জনকে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণ, পরিস্থিতি শান্তিপূর্ণ সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি অডিট রিপোর্ট হস্তান্তর বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বন্ধ, খোলা থাকবে দুটি শনিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৭ জন, মৃত্যুহীন দিন দখল-দূষণে বিলীন বান্দরবানের ম্যাক্সি খাল, প্রশাসনের উচ্ছেদ অভিযানের আশ্বাস

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা: ছাত্রদল ও যুবদলের দুই নেতা আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং ইছাপুর ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ওসি বলেন, “বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।”

 

তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গত ৩০ মার্চ রাতে বিএনপি ও ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠে। বাচ্চু মোল্লা এবং মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা। হামলায় বাধা দিতে গিয়ে বাচ্চু মোল্লা ইটের আঘাতে আহত হন। স্থানীয়রা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে তিনি সেদিন রাতেই বাড়ি ফেরেন।

জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহের পর তেঁতুলিয়ায় স্বস্তির বৃষ্টি

তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা: ছাত্রদল ও যুবদলের দুই নেতা আটক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর এবং ইছাপুর ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ওসি বলেন, “বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।”

 

তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গত ৩০ মার্চ রাতে বিএনপি ও ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠে। বাচ্চু মোল্লা এবং মঞ্জু সম্পর্কে চাচা-ভাতিজা। হামলায় বাধা দিতে গিয়ে বাচ্চু মোল্লা ইটের আঘাতে আহত হন। স্থানীয়রা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে তিনি সেদিন রাতেই বাড়ি ফেরেন।