ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক জুলাই অভ্যুত্থানে আহত ২৩০ জনকে অনুদানের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের দুটি বাঙ্কার নির্মাণ, পরিস্থিতি শান্তিপূর্ণ সার্চ কমিটির মেয়াদ বাড়ছে না, ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি অডিট রিপোর্ট হস্তান্তর বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বন্ধ, খোলা থাকবে দুটি শনিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৭ জন, মৃত্যুহীন দিন দখল-দূষণে বিলীন বান্দরবানের ম্যাক্সি খাল, প্রশাসনের উচ্ছেদ অভিযানের আশ্বাস ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আইন উপদেষ্টা আসিফ নজরুলের

“স্বৈরাচার নয়, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াত” — খুলনায় মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। ইসলামি শাসনের ভিত্তিতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তিনি বলেন, জামায়াতে ইসলামী এমনই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরওয়ার বলেন, “দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামি শাসনের কোনো বিকল্প নেই। বিগত সরকার উন্নয়ন আর চেতনার নামে জাতিকে বিভক্ত করেছে, দেশ থেকে টাকা পাচার করে অর্থনীতিকে পঙ্গু করেছে।”

 

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাশত করা হবে না। অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

 

জামায়াত নেতার দাবি, “আমাদের ১১ জন নেতা শহীদ হয়েছেন, পাঁচ শতাধিক পঙ্গু হয়েছেন, হাজার হাজার কর্মী দেশ ছেড়েছেন। দলকে নিষিদ্ধ করা হলেও চার দিনের মাথায় আল্লাহর বিচার হয়েছে — জালিমের পতন ঘটেছে, আর আমরাও ছিলাম সেই ঐতিহাসিক জুলাই বিপ্লবের অংশ।”

 

ঈদ পুনর্মিলনী প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘদিন পর আজ উন্মুক্তভাবে ঈদ উদযাপন সম্ভব হয়েছে। এটি ভ্রাতৃত্ব ও ঐক্যকে শক্তিশালী করে। এখন সময় এসেছে তাকওয়ার ভিত্তিতে নিজেকে গড়ার এবং ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করার।”

 

তিনি বলেন, “জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে, তবে সেই নির্বাচন হতে হবে উপযুক্ত সংস্কারের মাধ্যমে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোস্তাক আহমেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম এবং অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জন আটক

“স্বৈরাচার নয়, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াত” — খুলনায় মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। ইসলামি শাসনের ভিত্তিতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। তিনি বলেন, জামায়াতে ইসলামী এমনই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।

 

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরওয়ার বলেন, “দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামি শাসনের কোনো বিকল্প নেই। বিগত সরকার উন্নয়ন আর চেতনার নামে জাতিকে বিভক্ত করেছে, দেশ থেকে টাকা পাচার করে অর্থনীতিকে পঙ্গু করেছে।”

 

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাশত করা হবে না। অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

 

জামায়াত নেতার দাবি, “আমাদের ১১ জন নেতা শহীদ হয়েছেন, পাঁচ শতাধিক পঙ্গু হয়েছেন, হাজার হাজার কর্মী দেশ ছেড়েছেন। দলকে নিষিদ্ধ করা হলেও চার দিনের মাথায় আল্লাহর বিচার হয়েছে — জালিমের পতন ঘটেছে, আর আমরাও ছিলাম সেই ঐতিহাসিক জুলাই বিপ্লবের অংশ।”

 

ঈদ পুনর্মিলনী প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘদিন পর আজ উন্মুক্তভাবে ঈদ উদযাপন সম্ভব হয়েছে। এটি ভ্রাতৃত্ব ও ঐক্যকে শক্তিশালী করে। এখন সময় এসেছে তাকওয়ার ভিত্তিতে নিজেকে গড়ার এবং ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করার।”

 

তিনি বলেন, “জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে, তবে সেই নির্বাচন হতে হবে উপযুক্ত সংস্কারের মাধ্যমে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোস্তাক আহমেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম এবং অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।