বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে রোহিঙ্গাদের একটি পূর্ণাঙ্গ তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে। বর্তমানে আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে।
এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে। তিনি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।