ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি

একদিনের ব্যবধানে গতকাল শনিবার নগরের তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এতে কমেছে শীত অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দেশের অন্যান্য জায়গায়ও গতকাল তাপমাত্রা কিছুটা বাড়তি ছিল। এতে কমেছে শৈত্যপ্রবাহের বিস্তার। তবে আগামী মঙ্গলবার–বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

 

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন শুক্রবার ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রেকর্ডকৃত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, আজ রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেত পারে। এছাড়া আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকা হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, তাপমাত্রা কিছুটা বেড়ে একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের বিস্তার কমে এসেছে। এর বিস্তার আরও কমে আসবে। আগামী দুই/তিন তাপমাত্রা বাড়বে। তারপর মঙ্গলবার /বুধবার কমে আসবে, তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

 

এদিকে শুক্রবার রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বিপরীতে গতকাল শনিবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে কেবল পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি

প্রকাশিত: ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

একদিনের ব্যবধানে গতকাল শনিবার নগরের তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এতে কমেছে শীত অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দেশের অন্যান্য জায়গায়ও গতকাল তাপমাত্রা কিছুটা বাড়তি ছিল। এতে কমেছে শৈত্যপ্রবাহের বিস্তার। তবে আগামী মঙ্গলবার–বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

 

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন শুক্রবার ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রেকর্ডকৃত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, আজ রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেত পারে। এছাড়া আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকা হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, তাপমাত্রা কিছুটা বেড়ে একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের বিস্তার কমে এসেছে। এর বিস্তার আরও কমে আসবে। আগামী দুই/তিন তাপমাত্রা বাড়বে। তারপর মঙ্গলবার /বুধবার কমে আসবে, তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

 

এদিকে শুক্রবার রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বিপরীতে গতকাল শনিবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে কেবল পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।