চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে নগরের কর্ণফুলী থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে নাজিম উদ্দীন হায়দারের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে কর্ণফুলী থানা পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।