ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

বেক্সিমকোর কারখানা গুলো খুলে দিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে তারা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা।

 

শ্রমিকদের ভাষ্য, কারখানার মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করেন। এখন তাদের কী হবে? হাজার হাজার শ্রমিকের পরিবার কীভাবে চলবে। তাই বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক কারখানার সামনের আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন। সেখানে থাকা শ্রমিক নেতারা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শ্রমিকদের সড়ক অবরোধ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে বলেন তারা। কিন্তু শ্রমিকরা বিকেল সাড়ে ৫টা থেকে চন্দ্র-নবীনগর সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

 

পরবর্তীতে রাত ৮টার দিকে পুলিশ পদ্মা গেইটের সামনে ২/৩ রাউন্ড টিয়ারশেল ফায়ার করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিকেল থেকে বিক্ষোভ শুরু করেছেন। একসময় তারা চন্দ্রা-নবীনগর সড়কের পৃথক দুটি স্থানে অবরোধ করেন। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

বেক্সিমকোর কারখানা গুলো খুলে দিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে তারা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা।

 

শ্রমিকদের ভাষ্য, কারখানার মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করেন। এখন তাদের কী হবে? হাজার হাজার শ্রমিকের পরিবার কীভাবে চলবে। তাই বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক কারখানার সামনের আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন। সেখানে থাকা শ্রমিক নেতারা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শ্রমিকদের সড়ক অবরোধ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে বলেন তারা। কিন্তু শ্রমিকরা বিকেল সাড়ে ৫টা থেকে চন্দ্র-নবীনগর সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

 

পরবর্তীতে রাত ৮টার দিকে পুলিশ পদ্মা গেইটের সামনে ২/৩ রাউন্ড টিয়ারশেল ফায়ার করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিকেল থেকে বিক্ষোভ শুরু করেছেন। একসময় তারা চন্দ্রা-নবীনগর সড়কের পৃথক দুটি স্থানে অবরোধ করেন। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।