ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

যে কারণে ‘মার্কিন সাংবাদিককে’ ১০ বছরের কারাদণ্ড দিল ইরান

ইরানি-আমেরিকান এক সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। তার নাম রেজা ওয়ালিজাদেহ। মার্কিন সরকারকে সহযোগিতা করার দায়ে তাকে এই দণ্ড ইরানের এক আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি আদালত ইরানি-আমেরিকান সাংবাদিক রেজা ওয়ালিজাদেহকে শত্রু  দেশ তথা মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করার পর ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।

ওয়ালিজাদেহের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বার্তা সংস্থা এপি নিউজকে বলেন, তেহরানের বিপ্লবী আদালত এক সপ্তাহ আগে এই রায় দিয়েছে এবং পরবর্তী ২০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার পর থেকে তিনি ওয়ালিজাদেহের সঙ্গে দেখা করতে পারছেন না।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বলেন, রেডিও ফারদাতে কাজ করার অপরাধে ওয়ালিজাদেহের ১০ বছরের কারাদণ্ড, তেহরান প্রদেশ এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্যপদ স্থগিতের মতো শাস্তি হয়েছে।

রেজা ওয়ালিজাদেহ মার্কিন-সরকারের-অর্থায়নকৃত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা পরিষেবার সাবেক একজন সাংবাদিক। এছাড়াও তিনি রেডিও ফারদাতে কাজ করেছেন। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অধীনস্ত এই আউটলেটটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত হয়।

গত আগস্টে ওয়ালিজাদেহ দৃশ্যত দুটি বার্তা পোস্ট করেন, যা থেকে বোঝা যায় যে তিনি ইরানে ফিরে এসেছেন, যদিও রেডিও ফারদাকে ইরানের সরকার শত্রু চর হিসেবে দেখে থাকে। বার্তাটিতে আংশিকভাবে লেখা ছিল, আমি ২০২৪ সালের ৬ মার্চ তেহরানে পৌঁছেছি। এর আগে, (বিপ্লবী গার্ডের) গোয়েন্দা বিভাগের সঙ্গে আমার আলোচনা অসমাপ্ত ছিল। অবশেষে আমি ১৩ বছর পর কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই আমার দেশে ফিরে এসেছি, এমনকি মৌখিক নিশ্চয়তাও নেই।

আগাসি জানান, আসার পর প্রথম ছয় মাস তিনি মুক্ত ছিলেন এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

যে কারণে ‘মার্কিন সাংবাদিককে’ ১০ বছরের কারাদণ্ড দিল ইরান

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ইরানি-আমেরিকান এক সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। তার নাম রেজা ওয়ালিজাদেহ। মার্কিন সরকারকে সহযোগিতা করার দায়ে তাকে এই দণ্ড ইরানের এক আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি আদালত ইরানি-আমেরিকান সাংবাদিক রেজা ওয়ালিজাদেহকে শত্রু  দেশ তথা মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করার পর ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।

ওয়ালিজাদেহের আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বার্তা সংস্থা এপি নিউজকে বলেন, তেহরানের বিপ্লবী আদালত এক সপ্তাহ আগে এই রায় দিয়েছে এবং পরবর্তী ২০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার পর থেকে তিনি ওয়ালিজাদেহের সঙ্গে দেখা করতে পারছেন না।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বলেন, রেডিও ফারদাতে কাজ করার অপরাধে ওয়ালিজাদেহের ১০ বছরের কারাদণ্ড, তেহরান প্রদেশ এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্যপদ স্থগিতের মতো শাস্তি হয়েছে।

রেজা ওয়ালিজাদেহ মার্কিন-সরকারের-অর্থায়নকৃত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা পরিষেবার সাবেক একজন সাংবাদিক। এছাড়াও তিনি রেডিও ফারদাতে কাজ করেছেন। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অধীনস্ত এই আউটলেটটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত হয়।

গত আগস্টে ওয়ালিজাদেহ দৃশ্যত দুটি বার্তা পোস্ট করেন, যা থেকে বোঝা যায় যে তিনি ইরানে ফিরে এসেছেন, যদিও রেডিও ফারদাকে ইরানের সরকার শত্রু চর হিসেবে দেখে থাকে। বার্তাটিতে আংশিকভাবে লেখা ছিল, আমি ২০২৪ সালের ৬ মার্চ তেহরানে পৌঁছেছি। এর আগে, (বিপ্লবী গার্ডের) গোয়েন্দা বিভাগের সঙ্গে আমার আলোচনা অসমাপ্ত ছিল। অবশেষে আমি ১৩ বছর পর কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই আমার দেশে ফিরে এসেছি, এমনকি মৌখিক নিশ্চয়তাও নেই।

আগাসি জানান, আসার পর প্রথম ছয় মাস তিনি মুক্ত ছিলেন এবং পরে তাকে গ্রেফতার করা হয়।