ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

নিরাপদ পানির নামে ৪ কোটি টাকা ভাগাভাগি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৭টি পুকুরের পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৭৮ টাকার সম্পূর্ণই ভাগবাটোয়ারা হয়ে গেছে। পানি সুপেয় করে মানুষের খাবার উপযোগীও করা হয়নি। অথচ টাকা তুলে খাওয়া শেষ । এই ভুয়া প্রকল্পটি নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ ও জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা।

এ জন্য পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার কাল্পনিক প্রকল্প গ্রহণ করা হয়। পুকুরগুলো সাঁওতাল পল্লীর পাশে হওয়ায় তারা বলেছিল পুকুরগুলো সুপেয় পানি সরবরাহের কাল্পনিক পরিকল্পনা না করে স্থানীয় আদিবাসী ও সাঁওতাল অধ্যুষিত এলাকার লোকজন এই প্রকল্পে বাধা দেবে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গায়ে লাগাননি।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্থানীয় লোকজনের বাধা উপেক্ষা করে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয় সেগুলো হলো গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী এলাকার পরিত্যক্ত রঘুনাথপুর পুকুর, আরজি পেয়ারাপুর পুকুর, মাকলাইন গুলেরপাড় পুকুর, পাকা মন্দিরপুকুর, চালিতা নয়াদীঘি পুকুর, তেরোইল পুকুর, কামদিয়া ডাকবাংলো পুকুর, রসিক নগর পুকুর, তেঘরা পুকুর, চেয়ারগাও কদমতলী, চেয়ারগাও খোলাহাটি, বড়গাও পুরাতন, খারিতা পুকুর, উথবি পুকুর, এনায়েতপুর ২, শাতাইন চুরা পালিপাড়া পুকুর, এনায়েতপুর ১, শিহিগাও পুকুর, বানিহারা পুকুর, চালিতা পুকুর, ধাওয়া চালিতা পুকুর, স্যামপুর পূর্বপাড়া পুকুর, বইল খাঁ পুকুর, ফেরুসা পুকুর, আশকুর পুকুর, আলিগাও পুকুর, মোল্লাপাড়া পুকুর।

প্রকল্পের নিয়মানুযায়ী পুকুরের প্যারাসাইটিয়, গাছ লাগানো, চারপাশের বেড়া দেওয়া এবং পুকুরে পানি শোধন যন্ত্র স্থাপন করা। কিন্তু কোনো পুকুরে এসব না করেই বিল তুলে নেওয়া হয়। এই পুকুরগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগসহ প্রভাবশালী এমপিদের দখলে ছিল। তারা মাছচাষ করতেন। কিন্তু হঠাৎ করে মজা ও পচা পুকুরের পানি সংরক্ষণ করে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে নলকূপের বদলে পুকুরগুলোকে টার্গেট করা হয় তার নেপথ্য খুঁজে বের করা দরকার। কারণ সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প পুকুরে খচর করা হলো। কিন্তু সুপেয় পানি ও পানি সংরক্ষণ করাও হলো না কিন্তু কার স্বার্থে সাড়ে ৪ কোটি টাকা পুকুর সংস্কারে ব্যয় করা হলো তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। কারণ ২৭টি পুকুরের ১টি পুকুরও মানুষের কাজে আসছে না। এখনও পুকুরগুলো। মৎস্য চাষই করা হচ্ছে। পানি সংরক্ষণও হচ্ছে না, পানি সুপেয় হিসাবেও ব্যবহার হচ্ছে না। অথচ সুপেয় পানি সরবরাহ ও সংরক্ষণের নামে ২৭টি পুকুরের নামে এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগে কর্মকর্তারা ভাগবাটোয়ারা করলেন তা এখন সামনে এসেছে।

এ ব্যাপারে গাইবান্ধার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলী, জানান, আমরা প্রকল্প বাস্তবায়ন করে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রকল্প হস্তান্তর করেছি। পরে তারা কী করেছেন আমরা বলতে পারব না।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

নিরাপদ পানির নামে ৪ কোটি টাকা ভাগাভাগি

প্রকাশিত: ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৭টি পুকুরের পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৭৮ টাকার সম্পূর্ণই ভাগবাটোয়ারা হয়ে গেছে। পানি সুপেয় করে মানুষের খাবার উপযোগীও করা হয়নি। অথচ টাকা তুলে খাওয়া শেষ । এই ভুয়া প্রকল্পটি নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ ও জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা।

এ জন্য পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার কাল্পনিক প্রকল্প গ্রহণ করা হয়। পুকুরগুলো সাঁওতাল পল্লীর পাশে হওয়ায় তারা বলেছিল পুকুরগুলো সুপেয় পানি সরবরাহের কাল্পনিক পরিকল্পনা না করে স্থানীয় আদিবাসী ও সাঁওতাল অধ্যুষিত এলাকার লোকজন এই প্রকল্পে বাধা দেবে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গায়ে লাগাননি।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্থানীয় লোকজনের বাধা উপেক্ষা করে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয় সেগুলো হলো গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী এলাকার পরিত্যক্ত রঘুনাথপুর পুকুর, আরজি পেয়ারাপুর পুকুর, মাকলাইন গুলেরপাড় পুকুর, পাকা মন্দিরপুকুর, চালিতা নয়াদীঘি পুকুর, তেরোইল পুকুর, কামদিয়া ডাকবাংলো পুকুর, রসিক নগর পুকুর, তেঘরা পুকুর, চেয়ারগাও কদমতলী, চেয়ারগাও খোলাহাটি, বড়গাও পুরাতন, খারিতা পুকুর, উথবি পুকুর, এনায়েতপুর ২, শাতাইন চুরা পালিপাড়া পুকুর, এনায়েতপুর ১, শিহিগাও পুকুর, বানিহারা পুকুর, চালিতা পুকুর, ধাওয়া চালিতা পুকুর, স্যামপুর পূর্বপাড়া পুকুর, বইল খাঁ পুকুর, ফেরুসা পুকুর, আশকুর পুকুর, আলিগাও পুকুর, মোল্লাপাড়া পুকুর।

প্রকল্পের নিয়মানুযায়ী পুকুরের প্যারাসাইটিয়, গাছ লাগানো, চারপাশের বেড়া দেওয়া এবং পুকুরে পানি শোধন যন্ত্র স্থাপন করা। কিন্তু কোনো পুকুরে এসব না করেই বিল তুলে নেওয়া হয়। এই পুকুরগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগসহ প্রভাবশালী এমপিদের দখলে ছিল। তারা মাছচাষ করতেন। কিন্তু হঠাৎ করে মজা ও পচা পুকুরের পানি সংরক্ষণ করে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে নলকূপের বদলে পুকুরগুলোকে টার্গেট করা হয় তার নেপথ্য খুঁজে বের করা দরকার। কারণ সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প পুকুরে খচর করা হলো। কিন্তু সুপেয় পানি ও পানি সংরক্ষণ করাও হলো না কিন্তু কার স্বার্থে সাড়ে ৪ কোটি টাকা পুকুর সংস্কারে ব্যয় করা হলো তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। কারণ ২৭টি পুকুরের ১টি পুকুরও মানুষের কাজে আসছে না। এখনও পুকুরগুলো। মৎস্য চাষই করা হচ্ছে। পানি সংরক্ষণও হচ্ছে না, পানি সুপেয় হিসাবেও ব্যবহার হচ্ছে না। অথচ সুপেয় পানি সরবরাহ ও সংরক্ষণের নামে ২৭টি পুকুরের নামে এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগে কর্মকর্তারা ভাগবাটোয়ারা করলেন তা এখন সামনে এসেছে।

এ ব্যাপারে গাইবান্ধার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলী, জানান, আমরা প্রকল্প বাস্তবায়ন করে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রকল্প হস্তান্তর করেছি। পরে তারা কী করেছেন আমরা বলতে পারব না।