ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

নৈশকোচ-ধানবোঝাই ট্রাক সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে নৈশকোচ ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৈশকোচের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ঘটনায় নিহতরা হলেন- নৈশকোচের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও একই জেলার আহম্মেদনগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও-রাণীশংকৈলগামী হেরিটেজ স্লিপারের একটি যাত্রীবাহী নৈশকোচ বীরগঞ্জ উপজেলার যদুরমোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

নৈশকোচ-ধানবোঝাই ট্রাক সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে নৈশকোচ ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই চালক এবং এক যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৈশকোচের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সদর হতে ফায়ার সার্ভিসের সদস্য এবং বীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ঘটনায় নিহতরা হলেন- নৈশকোচের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও একই জেলার আহম্মেদনগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও-রাণীশংকৈলগামী হেরিটেজ স্লিপারের একটি যাত্রীবাহী নৈশকোচ বীরগঞ্জ উপজেলার যদুরমোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।