ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালালেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রামে অভিযান চলাকালে পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। তাঁর চালানো গুলিতে দুই পুলিশসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

 

নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। তাঁর অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে যায় পুলিশ সদস্যরা।

 

পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এসময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।

 

রইছ উদ্দিন আরও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মো. জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালালেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে অভিযান চলাকালে পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। তাঁর চালানো গুলিতে দুই পুলিশসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

 

নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। তাঁর অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে যায় পুলিশ সদস্যরা।

 

পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এসময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।

 

রইছ উদ্দিন আরও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মো. জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।