ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

লোহাগাড়ায় হাসনাত সারজিসের বহরের কার দুর্ঘটনায় মামলা

লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের প্রাইভেটকারে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকার শাহনেওয়াজ চৌধুরীর আহমেদ নেওয়াজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

 

মামলায় দুই জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তারা হলেন, ময়মনসিংহের ত্রিশাল থানার বৈলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার হামেদ আলীর পুত্র চালক মো. মজিবর রহমান (৫২) ও তার ছেলে চালক সহকারী মোহাম্মদ রিফাত (১৮)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফিসহ একাধিক নেতাকর্মী গাড়ি বহর নিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে যান। সেখান থেকে ফেরার পথে চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উঠার সময় চালক মজিবর রহমান ট্রাকটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে প্রাইভেট কারের সম্মুখভাগে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ঘটনাস্থলের অদূরে একটি ফিলিং স্টেশনে সামনে ট্রাকটি থামাতে সক্ষম হন। পরবর্তীতে পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যান। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফির জানমাল ও জীবনের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারা অন্য গাড়িতে থাকায় ক্ষতির সম্ভাবনা থেকে বেঁচে যান।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকসহ চালক ও সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

লোহাগাড়ায় হাসনাত সারজিসের বহরের কার দুর্ঘটনায় মামলা

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের প্রাইভেটকারে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকার শাহনেওয়াজ চৌধুরীর আহমেদ নেওয়াজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

 

মামলায় দুই জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তারা হলেন, ময়মনসিংহের ত্রিশাল থানার বৈলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার হামেদ আলীর পুত্র চালক মো. মজিবর রহমান (৫২) ও তার ছেলে চালক সহকারী মোহাম্মদ রিফাত (১৮)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফিসহ একাধিক নেতাকর্মী গাড়ি বহর নিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে যান। সেখান থেকে ফেরার পথে চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে উঠার সময় চালক মজিবর রহমান ট্রাকটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে প্রাইভেট কারের সম্মুখভাগে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ঘটনাস্থলের অদূরে একটি ফিলিং স্টেশনে সামনে ট্রাকটি থামাতে সক্ষম হন। পরবর্তীতে পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যান। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফির জানমাল ও জীবনের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারা অন্য গাড়িতে থাকায় ক্ষতির সম্ভাবনা থেকে বেঁচে যান।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকসহ চালক ও সহকারীর বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।