ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি, রাত পোহাতেই নতুন বার্তা ইসকন বাংলাদেশের

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল, ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাঁদের সংগঠনের কেউ নন। তবে রাত পোহাতেই ফের নতুন বার্তা দিল ইসকন।

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

কিন্তু আজ শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি, রাত পোহাতেই নতুন বার্তা ইসকন বাংলাদেশের

প্রকাশিত: ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল, ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাঁদের সংগঠনের কেউ নন। তবে রাত পোহাতেই ফের নতুন বার্তা দিল ইসকন।

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

কিন্তু আজ শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’