ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

রাজধানীবাসীর কাছে ওলামা-মাশায়েখের দুঃখ প্রকাশ

দওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের কারণে সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

 

বুধবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি ওলামা-মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনে সারা দেশ থেকে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামসহ সর্স্তরের আলেম-উলামা, দাওয়াত ও তাবলিগের সাথিবৃন্দ ও আপামর তৌহিদি জনতা এসেছেন এবং সুশৃঙ্খখলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করেছেন। এ জন্য সবা প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’

 

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের সহযোগিতায় আমাদের এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

 

তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।’

আরো পড়ুন

অপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

অপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

 

 

তিনি আরো বলেন, ‘গতকালের মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

 

যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে ঢাকাবাসী, ইউনিভার্সিটিসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন জনদুর্ভোগের শিকার হয়েছেন বলে আমরা মনে করছি। এ জন্য তাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘মিডিয়াসংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এ ছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।’

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

রাজধানীবাসীর কাছে ওলামা-মাশায়েখের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের কারণে সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

 

বুধবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি ওলামা-মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনে সারা দেশ থেকে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামসহ সর্স্তরের আলেম-উলামা, দাওয়াত ও তাবলিগের সাথিবৃন্দ ও আপামর তৌহিদি জনতা এসেছেন এবং সুশৃঙ্খখলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করেছেন। এ জন্য সবা প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’

 

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের সহযোগিতায় আমাদের এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

 

তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।’

আরো পড়ুন

অপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

অপু বিশ্বাস ও হিরো আলমের নামে মামলা

 

 

তিনি আরো বলেন, ‘গতকালের মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

 

যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে ঢাকাবাসী, ইউনিভার্সিটিসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার বসবাসকারী মানুষজন জনদুর্ভোগের শিকার হয়েছেন বলে আমরা মনে করছি। এ জন্য তাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘মিডিয়াসংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। এ ছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।’