ঢাকা ০৮:৩৪:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

সন্ধ্যার পর চলাফেরায় নিরাপদ বোধ করেন ৮৫ শতাংশ নাগরিক: বিবিএস জরিপ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সিটিজেন পারসেপশন সার্ভের (সিপিএস) প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৮৪ দশমিক ৮১ শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন।

 

বৃহস্পতিবার (১৯ জুন) এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করেন সিপিএস প্রকল্পের পরিচালক রাশেদ-ই-মাসতাহাব। জরিপটি গত ফেব্রুয়ারিতে ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তার বেশি বয়সের ৮৪ হাজার ৮০৭ জন নারী-পুরুষের মধ্যে পরিচালিত হয়।

 

প্রতিবেদনে আরও দেখা যায়, পুরুষদের তুলনায় নারীরা তুলনামূলকভাবে কম নিরাপদ বোধ করেন। সন্ধ্যার পর একা চলাফেরায় নিরাপদ বোধ করেন ৮০ শতাংশ নারী এবং ৮৯ দশমিক ৫৩ শতাংশ পুরুষ।

 

নিজের বাড়িতে সন্ধ্যার পর নিরাপদ বোধ করেন ৯২ দশমিক ৫৪ শতাংশ নাগরিক, যার মধ্যে ৯৩ শতাংশ পুরুষ এবং ৯২ শতাংশ নারী।

 

জরিপে নাগরিকদের নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্যবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যের ছয়টি অভীষ্টের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

 

এছাড়া প্রতিবেদনে উঠে আসে, বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া ৬৩ শতাংশ, আইন প্রয়োগকারী সংস্থায় ৬২, পাসপোর্ট অফিসে ৫৭ এবং ভূমি নিবন্ধন অফিসে ৫৫ শতাংশ নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

সন্ধ্যার পর চলাফেরায় নিরাপদ বোধ করেন ৮৫ শতাংশ নাগরিক: বিবিএস জরিপ

প্রকাশিত: ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সিটিজেন পারসেপশন সার্ভের (সিপিএস) প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৮৪ দশমিক ৮১ শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন।

 

বৃহস্পতিবার (১৯ জুন) এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করেন সিপিএস প্রকল্পের পরিচালক রাশেদ-ই-মাসতাহাব। জরিপটি গত ফেব্রুয়ারিতে ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তার বেশি বয়সের ৮৪ হাজার ৮০৭ জন নারী-পুরুষের মধ্যে পরিচালিত হয়।

 

প্রতিবেদনে আরও দেখা যায়, পুরুষদের তুলনায় নারীরা তুলনামূলকভাবে কম নিরাপদ বোধ করেন। সন্ধ্যার পর একা চলাফেরায় নিরাপদ বোধ করেন ৮০ শতাংশ নারী এবং ৮৯ দশমিক ৫৩ শতাংশ পুরুষ।

 

নিজের বাড়িতে সন্ধ্যার পর নিরাপদ বোধ করেন ৯২ দশমিক ৫৪ শতাংশ নাগরিক, যার মধ্যে ৯৩ শতাংশ পুরুষ এবং ৯২ শতাংশ নারী।

 

জরিপে নাগরিকদের নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্যবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যের ছয়টি অভীষ্টের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

 

এছাড়া প্রতিবেদনে উঠে আসে, বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া ৬৩ শতাংশ, আইন প্রয়োগকারী সংস্থায় ৬২, পাসপোর্ট অফিসে ৫৭ এবং ভূমি নিবন্ধন অফিসে ৫৫ শতাংশ নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন।