ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

পাকিস্তানের আকাশসীমা বন্ধে চরম ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া, বছরে বাড়তি খরচ প্রায় ৬০০ মিলিয়ন ডলার

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই জেরে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। পালটা পদক্ষেপ হিসেবে ভারতও একই সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় বিকল্প পথে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। এতে করে বাড়তি সময়, জ্বালানি ও খরচ বহুগুণে বেড়ে যাচ্ছে। বিমান সংস্থাটির দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৫৯১-৬০০ মিলিয়ন ডলার। পাশাপাশি দীর্ঘ যাত্রাকাল যাত্রীদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

প্রাথমিকভাবে আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এর আওতায় না পড়লেও ভারতের জাতীয় ও আঞ্চলিক রুটে এর বড় প্রভাব পড়বে।

এয়ার ইন্ডিয়া জানায়, বিকল্প হিসেবে চীনের আকাশসীমা ঘেঁষে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে তারা। তবে সে ক্ষেত্রে চীনের অনুমতির প্রয়োজন হবে, যা নিতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও, ইতিমধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। পালটা পদক্ষেপে পাকিস্তানও স্থল ও আকাশসীমা বন্ধসহ কঠোর নীতি গ্রহণ করেছে।

এই পরিস্থিতিতে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন আকাশ ছুঁয়েছে, যার প্রভাব পড়ছে আকাশপথেও।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

পাকিস্তানের আকাশসীমা বন্ধে চরম ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া, বছরে বাড়তি খরচ প্রায় ৬০০ মিলিয়ন ডলার

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই জেরে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। পালটা পদক্ষেপ হিসেবে ভারতও একই সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় বিকল্প পথে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। এতে করে বাড়তি সময়, জ্বালানি ও খরচ বহুগুণে বেড়ে যাচ্ছে। বিমান সংস্থাটির দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৫৯১-৬০০ মিলিয়ন ডলার। পাশাপাশি দীর্ঘ যাত্রাকাল যাত্রীদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

প্রাথমিকভাবে আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এর আওতায় না পড়লেও ভারতের জাতীয় ও আঞ্চলিক রুটে এর বড় প্রভাব পড়বে।

এয়ার ইন্ডিয়া জানায়, বিকল্প হিসেবে চীনের আকাশসীমা ঘেঁষে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে তারা। তবে সে ক্ষেত্রে চীনের অনুমতির প্রয়োজন হবে, যা নিতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও, ইতিমধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। পালটা পদক্ষেপে পাকিস্তানও স্থল ও আকাশসীমা বন্ধসহ কঠোর নীতি গ্রহণ করেছে।

এই পরিস্থিতিতে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন আকাশ ছুঁয়েছে, যার প্রভাব পড়ছে আকাশপথেও।