ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

অপসারণসহ তিন দাবি ছাত্রদের

আজ বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে আজ দুপুর ২টার মধ্যে ‘ফ্যাসিস্ট বিচারপতিদের’ অপসারন করাসহ তিন দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে হাইকোর্ট চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

সূপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন দুই বিচারপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এসএম মনিরুজ্জামান।

এদিকে হাইকোর্টে প্রাঙ্গণে ১২ বিচারপতিকে অপসারণের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ বিচারপতিকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগের আইনজীবীদের অপসারণ করতে হবে। এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দুপুরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্ট ঘেরাও থাকবে।

দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জড়ো হয়ে এ আলটিমেটাম দেন তিনি। এর আগে ‘ফ্যাসিবাদের দোসর; বিচারপতিদের দত্যাগের দাবিতে হাইকোর্টের ভেতরে প্রবেশ করে ছাত্রদের একটি মিছিল।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্টের ভেতরে এসে অবস্থান নেন।

অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ স্লোগান দেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

অপসারণসহ তিন দাবি ছাত্রদের

প্রকাশিত: ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

আজ বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে আজ দুপুর ২টার মধ্যে ‘ফ্যাসিস্ট বিচারপতিদের’ অপসারন করাসহ তিন দফা দাবিতে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে হাইকোর্ট চত্বরে অবস্থানরত শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

সূপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন দুই বিচারপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এসএম মনিরুজ্জামান।

এদিকে হাইকোর্টে প্রাঙ্গণে ১২ বিচারপতিকে অপসারণের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ বিচারপতিকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগের আইনজীবীদের অপসারণ করতে হবে। এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দুপুরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্ট ঘেরাও থাকবে।

দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জড়ো হয়ে এ আলটিমেটাম দেন তিনি। এর আগে ‘ফ্যাসিবাদের দোসর; বিচারপতিদের দত্যাগের দাবিতে হাইকোর্টের ভেতরে প্রবেশ করে ছাত্রদের একটি মিছিল।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাইকোর্টের ভেতরে এসে অবস্থান নেন।

অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ স্লোগান দেন।