ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

দ্বিগুণ উৎসাহে পালিত হবে শোভাযাত্রা জানালেন, চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রায় আগুন ধরানোর ঘটনার প্রতিবাদে দমে যাননি শিল্পীরা, বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ উৎসব পালনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর।

 

শনিবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ গোষ্ঠীর হস্তক্ষেপে গভীর রাতে নির্মিতব্য প্রতীকী ‘ফ্যাসিবাদের মুখাবয়বে’ আগুন লাগিয়ে দেওয়া হয়। এর পাশে থাকা শান্তির প্রতীক পায়রাটিও পুড়ে যায়। কিন্তু আমরা চারুশিল্পীরা এতে দমে যাইনি। বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “সোমবার সকাল ৮টায় শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা শুধু উৎসব নয়, আমাদের সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক।”

 

মানববন্ধনে চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি শোভাযাত্রা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

দ্বিগুণ উৎসাহে পালিত হবে শোভাযাত্রা জানালেন, চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর

প্রকাশিত: ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রায় আগুন ধরানোর ঘটনার প্রতিবাদে দমে যাননি শিল্পীরা, বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ উৎসব পালনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর।

 

শনিবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ গোষ্ঠীর হস্তক্ষেপে গভীর রাতে নির্মিতব্য প্রতীকী ‘ফ্যাসিবাদের মুখাবয়বে’ আগুন লাগিয়ে দেওয়া হয়। এর পাশে থাকা শান্তির প্রতীক পায়রাটিও পুড়ে যায়। কিন্তু আমরা চারুশিল্পীরা এতে দমে যাইনি। বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “সোমবার সকাল ৮টায় শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা শুধু উৎসব নয়, আমাদের সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক।”

 

মানববন্ধনে চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি শোভাযাত্রা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখও উপস্থিত ছিলেন।