ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক স্থাপনায় হামলা যুদ্ধের শুরু: হুতির হুঁশিয়ারি হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মতিন সরকার রাজধানী থেকে গ্রেফতার অর্থ সংকটে বন্ধ হয়ে গেল উখিয়ার বিশেষায়িত হাসপাতাল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে রোববার ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য উন্নয়নে ৫৬ জেলায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার

দুই বাংলার মিলনমেলা বন্ধ: সীমান্তে বৈশাখের আনন্দে বিষাদের ছায়া

প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর সীমান্তে আয়োজন করা হতো দুই বাংলার মিলনমেলা। তবে গত বছরের মতো এবারও (২০২৫) সেই সীমান্ত মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান।

মেলাটি বন্ধ হওয়ার অন্যতম কারণ রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক সম্পর্কের জটিলতা।সীমান্তে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের এই সিদ্ধান্ত।বাংলাদেশ-ভারত উভয় পক্ষ থেকে সীমান্তে জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে।

 

এই মেলাটি ছিলো সীমান্তবর্তী এলাকার মানুষদের জন্য স্বজনদের সঙ্গে দেখা করার বিরল সুযোগ।একদিনের জন্য কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে চলত সুখ-দুঃখের আলাপ।দুই দেশের মানুষের ভ্রাতৃত্ব ও সংস্কৃতির মিলনের প্রতীক।

এবার মেলা না হওয়ায় সীমান্তবাসীর মধ্যে হতাশা ও কষ্ট বিরাজ করছে। এক স্থানীয় বাসিন্দা বলেন,

 “আমরা বছরজুড়ে অপেক্ষা করি এই একদিনের জন্য। এবারও স্বজনদের দেখা হবে না, খুব খারাপ লাগছে।”

 

ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন,

 “সীমান্তে নিরাপত্তা বিবেচনায় মিলনমেলা বাতিল করা হয়েছে। এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে সীমান্তে না যেতে বলা হয়েছে।”

 

দুই বাংলার মানুষের এই হৃদ্যতা ও মিলনের ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতে যেন সুস্থ রাজনৈতিক পরিবেশ ও উদার কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে—এটাই এখন সবার কামনা।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি

দুই বাংলার মিলনমেলা বন্ধ: সীমান্তে বৈশাখের আনন্দে বিষাদের ছায়া

প্রকাশিত: ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর সীমান্তে আয়োজন করা হতো দুই বাংলার মিলনমেলা। তবে গত বছরের মতো এবারও (২০২৫) সেই সীমান্ত মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান।

মেলাটি বন্ধ হওয়ার অন্যতম কারণ রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক সম্পর্কের জটিলতা।সীমান্তে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের এই সিদ্ধান্ত।বাংলাদেশ-ভারত উভয় পক্ষ থেকে সীমান্তে জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে।

 

এই মেলাটি ছিলো সীমান্তবর্তী এলাকার মানুষদের জন্য স্বজনদের সঙ্গে দেখা করার বিরল সুযোগ।একদিনের জন্য কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে চলত সুখ-দুঃখের আলাপ।দুই দেশের মানুষের ভ্রাতৃত্ব ও সংস্কৃতির মিলনের প্রতীক।

এবার মেলা না হওয়ায় সীমান্তবাসীর মধ্যে হতাশা ও কষ্ট বিরাজ করছে। এক স্থানীয় বাসিন্দা বলেন,

 “আমরা বছরজুড়ে অপেক্ষা করি এই একদিনের জন্য। এবারও স্বজনদের দেখা হবে না, খুব খারাপ লাগছে।”

 

ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন,

 “সীমান্তে নিরাপত্তা বিবেচনায় মিলনমেলা বাতিল করা হয়েছে। এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে সীমান্তে না যেতে বলা হয়েছে।”

 

দুই বাংলার মানুষের এই হৃদ্যতা ও মিলনের ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতে যেন সুস্থ রাজনৈতিক পরিবেশ ও উদার কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে—এটাই এখন সবার কামনা।