ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না : ফয়েজ তৈয়্যব ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত: ফয়েজ ট্রাম্পের শুল্কে বাণিজ্য খরচ বাড়বে বাংলাদেশের মতো দেশগুলোর: জাতিসংঘ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান শনিবার বিএনপি-জামায়াতের সাথে বসবেন প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড করিম গ্রেপ্তার, অস্ত্রশস্ত্র উদ্ধার পতেঙ্গা সৈকতে গুলিতে ঢাকাইয়া আকবর আহত, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ২১ ভরি অলংকারসহ গ্রেফতার প্রেমিক সীতাকুণ্ডে তেলের ডিপোতে নিহত তরুণের পরিচয় মিলেছে

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতি দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল মিয়া (২২), সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

 

উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

থানা সূত্র আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না : ফয়েজ তৈয়্যব

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতি দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল মিয়া (২২), সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

 

উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

থানা সূত্র আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।