ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আসছে নতুন নোট, জায়গা পেল অভ্যুত্থানের গ্রাফিতি পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান-ভারতের পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, যুক্তরাষ্ট্রের ২০১৯ এর গবেষণা পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত মার্কিন বাণিজ্য যুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে চীন’ যুদ্ধের জন্য ‘উচ্চতর প্রস্তুতি’ গ্রহণের ইঙ্গিত প্রধান উপদেষ্টার ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করল পেট্রোবাংলা হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা

পটিয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নুর আফসা নামে ৩ মাসের এক শিশু ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌরসদরের শেভরন হাসপাতালে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর আফসা উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে। এ ঘটনায় শিশুটির বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেন।

নুর আফসার পিতা সাকিব আল হাসান জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার সকালে নুর আফসাকে পটিয়ার শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই ডা. শিশুকে একটি ইনজেকশন পুশ করেন এবং পরবর্তী সময়ে সে মারা যায়। এসময় চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি বলে সাকিব আল হাসানের অভিযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হাসান বলেন, বাচ্চাটা ডা: দেলোয়ার সাহেবের রোগী। নিউমোনিয়া আক্রান্ত রোগীকে কোন খাওয়ার দেওয়ার নিয়ম নেই। রোগীর মা চিকিৎসা চলাকালে বাচ্চাটিকে বুকের দুধ খাওয়ালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে চিকিৎসক ইনজেকশন পুশ করে। পরে বাচ্চাটি মারা যায়।

তিনি শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রোগীর স্বজনদের অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

পটিয়া থানার ওসি নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সুরুহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

আসছে নতুন নোট, জায়গা পেল অভ্যুত্থানের গ্রাফিতি

পটিয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নুর আফসা নামে ৩ মাসের এক শিশু ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌরসদরের শেভরন হাসপাতালে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর আফসা উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে। এ ঘটনায় শিশুটির বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেন।

নুর আফসার পিতা সাকিব আল হাসান জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে শুক্রবার সকালে নুর আফসাকে পটিয়ার শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই ডা. শিশুকে একটি ইনজেকশন পুশ করেন এবং পরবর্তী সময়ে সে মারা যায়। এসময় চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি বলে সাকিব আল হাসানের অভিযোগ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হাসান বলেন, বাচ্চাটা ডা: দেলোয়ার সাহেবের রোগী। নিউমোনিয়া আক্রান্ত রোগীকে কোন খাওয়ার দেওয়ার নিয়ম নেই। রোগীর মা চিকিৎসা চলাকালে বাচ্চাটিকে বুকের দুধ খাওয়ালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে চিকিৎসক ইনজেকশন পুশ করে। পরে বাচ্চাটি মারা যায়।

তিনি শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রোগীর স্বজনদের অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

পটিয়া থানার ওসি নাজমুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সুরুহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।