সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) কর্তৃপক্ষ পেশাগত পরীক্ষায় ছাত্রীদের চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি নতুন নির্দেশনা দিয়েছে। অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে যে, ছাত্রীদের মুখ পরীক্ষা বোর্ডের সামনে খোলার কোনো নির্দেশনা নেই।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রীদের চেহারা শনাক্ত করার জন্য তাদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় তাদের প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তবে, কোনোভাবেই পরীক্ষা বোর্ডের সামনে এ প্রক্রিয়া পরিচালনা করা যাবে না।
এছাড়া, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল বা ছাত্র-ছাত্রী নিবাসে কোনো শিক্ষার্থীকে তার পোশাক বা অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অতীব জরুরি হিসেবে গত সোমবার প্রকাশিত হয়েছে।
এ নিয়মের মাধ্যমে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত পরীক্ষার ক্ষেত্রে আরও সুসংগঠিত ও সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে আশাবাদী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।