শুক্রবার (৯ মে) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ এবং ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি তৈরি করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চরধরমপুর বিওপির বিপরীতে বিএসএফের ১২ মুচিয়া ক্যাম্প এলাকার ভেতরে এই নির্মাণকাজ সম্পন্ন হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তে এখন পর্যন্ত কোনো উত্তেজনা দেখা দেয়নি এবং দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানিয়েছেন, বাঙ্কার নির্মাণ হলেও সীমান্তে অশান্তির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নজরদারিতে রয়েছে এবং সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সীমান্তে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।