ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান ‘শিক্ষার্থীদের ৬ দাবির প্রত্যেকটিই যৌক্তিক’ মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত সবাই শিশু, শনাক্তে প্রয়োজন ডিএনএ টেস্ট উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ খালা, শিশুকে পাওয়া গেছে নিরাপদে নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগরের আজ প্রথম একক মিশন ছিল: সেনাবাহিনীর একজন কর্মকর্তা উত্তরায় বিমান বিধ্বস্তের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম

যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ালো, সংস্থাকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ আখ্যা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ালো, সংস্থাকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ আখ্যা ডোলান্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে সংস্থাটিকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ ও ‘বিভাজনমূলক’ হিসেবে আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত জানায়।
 

মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “বর্তমানে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আর আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তিনি অভিযোগ করেন, সংস্থাটি একটি ‘বিশ্বায়নবাদী ও মতাদর্শিক এজেন্ডা’ নিয়ে এগোচ্ছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।
 

বিশেষ করে ইউনেস্কোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সদস্যপদ প্রদানের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র তাদের নীতির পরিপন্থী হিসেবে দেখছে। ব্রুস বলেন, “এ সিদ্ধান্ত ইউনেস্কোর মধ্যে ইসরাইলবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করেছে।”
 

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অনেকাংশে প্রত্যাশিত ছিল। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই ইউনেস্কো থেকে দেশকে প্রত্যাহার করেছিলেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র সংস্থাটির সদস্যপদ পুনরুদ্ধার করেছিল।
 

তবে এটি নতুন ঘটনা নয়। ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রথমবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন, সংগঠনকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে। পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র আবারো সদস্যপদ ফিরে পায়।
 

বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর অবদান সমাদৃত হলেও, যুক্তরাষ্ট্র মনে করে এই কাজের আড়ালে সংস্থাটি রাজনৈতিক পক্ষপাতিত্ব ও বিতর্কিত অবস্থান গ্রহণ করেছে, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।
 

এই ঘোষণার ফলে বিশ্বসংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একবার আরও নাজুক পরিস্থিতিতে পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও দুই আসামি রিমান্ডে

মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও দুই আসামি রিমান্ডে