এর আগের দিন, সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দিনে, যা ছিল রাষ্ট্রীয় শোক দিবস, এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি না—এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
পরদিন মঙ্গলবার (২২ জুলাই), সচিব এবং উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।