শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ফেসবুকে একটি পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানান। মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
 
এর আগের দিন, সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দিনে, যা ছিল রাষ্ট্রীয় শোক দিবস, এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি না—এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
 
পরদিন মঙ্গলবার (২২ জুলাই), সচিব এবং উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
 
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]