ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারীর মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণকৃত বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বহু শিক্ষক-শিক্ষার্থী, নিহত ১৯। উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান একদিকে ঢুকে, আরেকদিকে বেরিয়ে যায়! উত্তরায় বিমান বিধ্বস্ত: সিএমএইচে ১১ মরদেহ, মৃত্যু বেড়ে ১৯ উত্তরায় বিমান বিধ্বস্তে ১৯ জনের মৃত্যু, আহতদের প্রাথমিক চিকিৎসার আহ্বান উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে পাইলটসহ ৪ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ১৬, আহত দেড় শতাধিক: সুচিকিৎসা নিশ্চিতের দাবি আরিফুল ইসলাম আদীবের উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ রাজধানীর দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: বহু হতাহত, রক্তের জরুরি প্রয়োজন উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সাত মামলায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে হাজির জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে! তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা জারি রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর

মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২২:১১ পূর্বাহ্ন
মহাসমাবেশ শেষে রমনা পার্ক পরিষ্কার করলেন জামায়াত নেতাকর্মীরা সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 

এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীবসহ প্রায় ৩০-৪০ জন স্বেচ্ছাসেবী।
 

জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। অনেকেই নামাজ, খাবার ও বিশ্রামের জন্য রমনা পার্ক এলাকায় অবস্থান নেন, ফলে পার্কে কিছুটা আবর্জনা ছড়িয়ে পড়ে। নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা রমনা পার্ক পরিষ্কার করেন।
 

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় শাহবাগ, মৎস্য ভবন ও বেইলি রোড গেট থেকে এবং পার্কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
 

ড. হেলাল উদ্দিন বলেন, "পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির পর আমরা মনে করেছি, এই পার্ক পরিষ্কার করা আমাদের সামাজিক দায়িত্ব। জামায়াত ইসলামী অতীতেও মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে এমন কর্মসূচি পালন করেছে।"
 

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করেছে জামায়াত। সমাবেশে দলটির পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, মৌলিক সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ একাধিক দাবি তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর

উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর