কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রস্তাবিত নীতির পটভূমি বিশ্লেষণ, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নীতির প্রত্যাশিত ও অপ্রত্যাশিত প্রভাব মূল্যায়ন করে কমিটিকে সুপারিশ দিতে হবে। একইসঙ্গে নীতির আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, বাস্তবায়নের কারিগরি সক্ষমতা এবং আইনি প্রয়োগ কৌশলও বিশ্লেষণ করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ কিংবা অংশীজনকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সহায়তা প্রদান করবে।