টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রস্তাবিত নীতির পটভূমি বিশ্লেষণ, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নীতির প্রত্যাশিত ও অপ্রত্যাশিত প্রভাব মূল্যায়ন করে কমিটিকে সুপারিশ দিতে হবে। একইসঙ্গে নীতির আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, বাস্তবায়নের কারিগরি সক্ষমতা এবং আইনি প্রয়োগ কৌশলও বিশ্লেষণ করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ কিংবা অংশীজনকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সহায়তা প্রদান করবে।