শনিবার (১৯ জুলাই) তিনি সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের ফল ৩০ দিনের মধ্যে প্রকাশের কথা রয়েছে। সে হিসেবেই আগামী মাসে ফল প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানান, সব বোর্ড মিলিয়ে কতজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি।
এর আগে, গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
বোর্ড কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র পরীক্ষকদের প্রদত্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।