এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৪:৩৬:২২ অপরাহ্ন
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
 
শনিবার (১৯ জুলাই) তিনি সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের ফল ৩০ দিনের মধ্যে প্রকাশের কথা রয়েছে। সে হিসেবেই আগামী মাসে ফল প্রকাশ করা হবে।
 
ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানান, সব বোর্ড মিলিয়ে কতজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি।
 
এর আগে, গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
 
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
 
বোর্ড কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয় না। শুধুমাত্র পরীক্ষকদের প্রদত্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]