শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে এক পথসভায় তিনি বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া।”
তিনি জানান, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের সংশোধনের শেষ সুযোগটিও হারিয়েছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের তা শেষ করতে হবে।”
হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া একটি নতুন রাজনৈতিক বাংলাদেশ পুনর্গঠন করতে হবে—এটাই আমাদের সংগ্রাম।”