আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫৬:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগও হারিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে এক পথসভায় তিনি বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া।”
 
তিনি জানান, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের সংশোধনের শেষ সুযোগটিও হারিয়েছে।
 
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের তা শেষ করতে হবে।”
 
হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া একটি নতুন রাজনৈতিক বাংলাদেশ পুনর্গঠন করতে হবে—এটাই আমাদের সংগ্রাম।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]