গ্রামের প্রতিটি কোণে ঠক ঠক শব্দে মুখরিত নৌকা তৈরির কার্যশালা। ছোট আকারের নৌকা, যাকে স্থানীয়ভাবে ‘কোষা’ বলা হয়, বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়। বড় নৌকার দাম উঠছে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের মতে, বর্ষায় চাহিদা বেশি থাকায় দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসছেন এসব নৌকা কিনতে।
বাদলের দিনে প্রকৃতি যতই উত্তাল হোক, কারিগরদের মুখে হাসি। কারণ এই মৌসুমে আয় বেড়ে যায়। প্রতিদিন একজন কারিগর মজুরি পান ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। বর্ষা তাই শুধু প্রকৃতির নয়, জীবিকারও রঙ মাখিয়ে দেয় এই কারিগরদের জীবনে।