বর্ষায় ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন
বর্ষা এলেই ভৈরবের হাওড়-বিল আর নদীগুলোতে বাড়ে নৌকার ব্যবহার। আর সেই সঙ্গে কদর বাড়ে নৌকার কারিগরদের। প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন গ্রামে মৌসুমি নৌকা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শত শত কারিগর।
 
গ্রামের প্রতিটি কোণে ঠক ঠক শব্দে মুখরিত নৌকা তৈরির কার্যশালা। ছোট আকারের নৌকা, যাকে স্থানীয়ভাবে ‘কোষা’ বলা হয়, বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকায়। বড় নৌকার দাম উঠছে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের মতে, বর্ষায় চাহিদা বেশি থাকায় দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসছেন এসব নৌকা কিনতে।
 
বাদলের দিনে প্রকৃতি যতই উত্তাল হোক, কারিগরদের মুখে হাসি। কারণ এই মৌসুমে আয় বেড়ে যায়। প্রতিদিন একজন কারিগর মজুরি পান ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। বর্ষা তাই শুধু প্রকৃতির নয়, জীবিকারও রঙ মাখিয়ে দেয় এই কারিগরদের জীবনে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]