মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সংগঠক ওয়াইসুল জুলকারনাইন, মাহফুজ সাদ্দাম, আব্দুল ইউসুফ, মাহমুদ আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা।
বক্তারা বলেন, “ইসলামপন্থী ও নিরপরাধ যুবকদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”
তারা আরও জানান, শান্তিপ্রিয় ও আদর্শবাদী তরুণদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার দেশের স্থিতিশীলতা নষ্ট করবে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত মামলা প্রত্যাহার না হলে সামনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।