
আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত কথিত জঙ্গি মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙালী মুসলিম যুবসংঘের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সংগঠক ওয়াইসুল জুলকারনাইন, মাহফুজ সাদ্দাম, আব্দুল ইউসুফ, মাহমুদ আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা।
বক্তারা বলেন, “ইসলামপন্থী ও নিরপরাধ যুবকদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।”
তারা আরও জানান, শান্তিপ্রিয় ও আদর্শবাদী তরুণদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার দেশের স্থিতিশীলতা নষ্ট করবে। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত মামলা প্রত্যাহার না হলে সামনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।