আলবানিজ বলেন, ইসরাইল এই গণবিধ্বংসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন অস্ত্র কোম্পানির সহায়তায় এবং এটিকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা হিসেবে অভিহিত করেন।
তিনি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে ‘মৃত্যুফাঁদ’ আখ্যা দিয়ে বলেন, এই কাঠামো ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে হত্যা বা পালাতে বাধ্য করার জন্য তৈরি।
যুদ্ধবিরতি আলোচনার মাঝেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোরে গাজার বিভিন্ন অংশে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা, এতে হতাহত হয় বহু মানুষ। দক্ষিণের খান ইউনিস শহরেও হামলার ঘটনা ঘটে।
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরাইল গাজায় মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে, যেখানে খাদ্য, পানি ও ওষুধের সংকটসহ সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে মানুষকে অনাহারে রাখা হচ্ছে এবং মানবিক সহায়তার ফাঁদে ফেলে হত্যা করা হচ্ছে।