গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০৭:৪৪ অপরাহ্ন
গত ২১ মাসে ইসরাইল গাজায় ৮৫ হাজার টন বোমা নিক্ষেপ করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার ছয় গুণ বেশি বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। বৃহস্পতিবার (৩ জুলাই) ইসরাইলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।
 
আলবানিজ বলেন, ইসরাইল এই গণবিধ্বংসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন অস্ত্র কোম্পানির সহায়তায় এবং এটিকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা হিসেবে অভিহিত করেন।
 
তিনি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে ‘মৃত্যুফাঁদ’ আখ্যা দিয়ে বলেন, এই কাঠামো ক্ষুধার্ত ও দুর্বল জনগণকে হত্যা বা পালাতে বাধ্য করার জন্য তৈরি।
 
যুদ্ধবিরতি আলোচনার মাঝেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ভোরে গাজার বিভিন্ন অংশে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা, এতে হতাহত হয় বহু মানুষ। দক্ষিণের খান ইউনিস শহরেও হামলার ঘটনা ঘটে।
 
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরাইল গাজায় মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে, যেখানে খাদ্য, পানি ও ওষুধের সংকটসহ সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে মানুষকে অনাহারে রাখা হচ্ছে এবং মানবিক সহায়তার ফাঁদে ফেলে হত্যা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]