আটকদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু। বিজিবি জানায়, তারা সিলেটের বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় সীমান্তবর্তী স্থানে ঘোরাফেরা করছিলেন।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি ১৭ বছর আগে চিকিৎসা বা কাজের সন্ধানে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।