মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত পথে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আটকদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু। বিজিবি জানায়, তারা সিলেটের বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় সীমান্তবর্তী স্থানে ঘোরাফেরা করছিলেন।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি ১৭ বছর আগে চিকিৎসা বা কাজের সন্ধানে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।