ঢাকা ০৮:৫৪:৩৫ এএম, বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ কারানির্যাতিত ফারাবি, সাইমন, আসাদুল্লাহ সহ সকল মজলুমদের মুক্তির দাবিতে বাঙালী মুসলিম যুব সংঘের মানববন্ধন অনুষ্ঠিত বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি ৩০ দিনের মধ্যে মিনিকেট চাল বাজারজাত বন্ধের নির্দেশ ডিএমপির সহকারী কমিশনার গোলাম রুহানী সাময়িক বরখাস্ত নৌকা প্রতীক এখনই বাদ নয়, শাপলাও অন্তর্ভুক্ত হচ্ছে না: ইসি ৩৯ প্রভাবশালীর দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে চট্টগ্রামে পাউবো’র অভিযান এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফলাফলে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থী হতবাক! সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে! সোহাগ হত্যা প্রমাণ করে, বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি সোহাগ হত্যা: হেফাজতে ইসলামের নিন্দা ও খুনিদের শাস্তির দাবি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেফতার প্রক্রিয়া জানালো ডিএমপি, অপতথ্য না ছড়ানোর অনুরোধ ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন

ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরাইল

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ১১:০৯:২৭ পূর্বাহ্ন
ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরাইল ছবি: সংগৃহীত

টানা ১২ দিনের যুদ্ধ শেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানো ইসরাইল এখন মারাত্মক অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ মঙ্গলবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে মার্কিন প্রশাসনের দুজন অজ্ঞাতনামা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুদ্ধ চলাকালীন বিপুল পরিমাণ গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের কারণে ইসরাইলের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও আরও তিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, “ইসরাইল বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রে ঘাটতি অনুভব করছে।”

জানানো হয়েছে, এই অস্ত্র সংকটের খবর সামনে এল এমন এক সময়ে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের মধ্যস্থতায় এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই যুদ্ধবিরতি সম্ভব হয়। যদিও চুক্তির টেকসইতা এখনো নিশ্চিত নয়, তবে ট্রাম্প দাবি করেছেন, দুই দেশই যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে।

ইসরাইল এখনও অস্ত্রঘাটতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অথচ প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরাইলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময়ও যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে গোপন পারমাণবিক কর্মসূচির অভিযোগ তুলে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান “অপারেশন ট্রু প্রমিস-৩” নাম দিয়ে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।

এরপর ২২ জুন, যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে। উত্তেজনা আরও বেড়ে গেলে ইরান ২৪ জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ-এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও কাতারের দাবি, হামলার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও ট্রাম্প যুদ্ধবিরতির কথা বললেও, ইরান চুক্তির কোনো অস্তিত্ব স্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ইসরাইল আগ্রাসন শুরু করলে জবাব অবশ্যম্ভাবী।” যুদ্ধবিরতির বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “যুদ্ধবিরতির কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার সম্ভাবনা প্রবল। কারণ, ইসরাইলের পক্ষে এখন দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের শান্তির প্রয়োজন এখন বেশি।”

 

সূত্র: এনবিসি নিউজ, রিয়া নভোস্তি, আল জাজিরা, কাতার নিউজ এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা