রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমেছে ভ্যাপসা গরম

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:১১:১৩ অপরাহ্ন

টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস করা নগরবাসীর জন্য স্বস্তি নিয়ে এসেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতের মুষলধারে বৃষ্টি। রাত ৪টার কিছু আগে ঢাকায় শুরু হয় বজ্রপাত ও বৃষ্টিপাত। মুহূর্তেই ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা।
 

প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাধ্যমে শুরু হলেও দ্রুতই সেটি রূপ নেয় ভারি বৃষ্টিতে। এসময় অনেকেই ঘুমিয়ে থাকলেও, বৃষ্টির শব্দ ও ঠাণ্ডা বাতাস নগরজীবনে এক ধরনের সতেজতা এনে দেয়। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে আসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ হ্রাস পাওয়ায় ভ্যাপসা গরমের কষ্ট থেকে মুক্তি মেলে।
 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিতে পারে। আগামীতেও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
 

গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র গরম ও আর্দ্রতার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাতেও গরমের প্রকোপ কমছিল না। এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীজুড়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]