নেতানিয়াহু হত্যাচেষ্টার অভিযোগে ইসরাইলে সত্তরোর্ধ্ব নারী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:১৩:০৫ অপরাহ্ন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি মধ্য ইসরাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারী নিজেই একটি বিস্ফোরক ডিভাইস তৈরি করেছিলেন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও কিছু সরকারবিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেন। পাশাপাশি, নেতানিয়াহুর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেও তথ্য জোগাড়ের চেষ্টা করেন তিনি।
 

সিএনএনের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়, তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় ও ঠিকানা গোপন রাখা হয়েছে। তবে আদালতের অনুমতিক্রমে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যায়, গোয়েন্দা সংস্থা শিন বেত এবং লাহাভ-৪৩৩ ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ যৌথভাবে তদন্ত পরিচালনা করেছে।
 

দুই সপ্তাহ আগে তাকে গ্রেফতার করা হলেও পরে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে ওই নারীর ওপর সরকারি কোনো প্রতিষ্ঠানে প্রবেশ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সান্নিধ্যে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
 

ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে 'অপরাধমূলক ষড়যন্ত্র' ও 'সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র' সংক্রান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
 

এই ঘটনা দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে এমন ঘটনা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির উদ্যোগ নিতে প্ররোচিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]