সোলেমান দিয়াবাতে এখন অতীত, মোহামেডানে নতুন ভরসা বোয়েটাং

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন

২৩ বছর পর লিগ শিরোপা এনে দেওয়া ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে মোহামেডানের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। তবে নতুন মৌসুমে তিনি পাড়ি জমিয়েছেন আবাহনীতে। তার অভাব পূরণে মোহামেডান ভরসা রাখছে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ঘানার স্যামুয়েল বোয়েটাংয়ের ওপর।
 

ফুটবল দল ঢেলে সাজাতে ব্রাদার্সের ডিফেন্ডার রহমত মিয়া, ইয়ংমেন্স ফকিরেরপুলের উইঙ্গার রাফায়াল ট্রুডো, গোলকিপার তায়েব এবং আবাহনী থেকে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজাকেও দলে টেনেছে সাদা-কালোরা।
 

তরুণ ফুটবলারদের ওপর ভরসা রেখে গড়া এই দল নিয়ে আশাবাদী কোচ আলফাজ আহমেদ ও ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। পুরোনো খেলোয়াড়দের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দল থেকেও পাঁচ ফুটবলারকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
 

বিদেশি কোটায় মোজাফফরভ থাকলেও নাইজেরিয়ান সানডে ক্লাব ছেড়েছেন। তার জায়গায় আরও একজন বিদেশি স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনা রয়েছে মোহামেডানের।
 

২০২৫-২৬ মৌসুমের জন্য স্থানীয় ফুটবলার নিবন্ধনের সময় শেষ হলেও বিদেশি ফুটবলার নিয়ে দল গঠন এখনো চলছে। নতুন ভরসার দল নিয়ে মোহামেডান সমর্থকরা নতুন মৌসুমে আবারও সাফল্যের প্রত্যাশায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]