কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। বুধবার বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ প্রশিক্ষণ সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ কাজ চলমান এবং ভবিষ্যতে সেখান থেকে ই-পাসপোর্ট প্রদান শুরু হবে বলেও জানান তিনি।
 

পুলিশ প্রশিক্ষণ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো যেতে পারে। এতে একমত পোষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সারদা পুলিশ একাডেমিকে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।
 

রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও বিশেষ কোডযুক্ত পাসপোর্ট দিচ্ছেন, যাতে তাদের শনাক্ত করা যায়। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা মানবিক কারণে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যা আমাদের জন্য একটি বড় বোঝা।” তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের সহায়তা কামনা করেন।
 

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানান।
 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পাকিস্তান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মদ ওয়াসিফ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]