স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩৭:৩৪ পূর্বাহ্ন
স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এর আগে রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দুটি পরীক্ষা স্থগিত করা হয়। তারও আগে কুমিল্লা অঞ্চলে বন্যা (শুধু কুমিল্লা বোর্ড) এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার কারণে (শুধু গোপালগঞ্জ জেলা) আরও কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল।
 
নতুন রুটিন অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১০ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৫ জুলাইয়ের পরিবর্তে হবে ১৩ আগস্ট (বুধবার), যা শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ২২ জুলাইয়ের পরিবর্তে ১৭ আগস্ট (রোববার) এবং বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ) পরীক্ষাগুলো ২৪ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)।
 
রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]