এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩২:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:৩২:২৭ পূর্বাহ্ন
এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিনটি প্রকাশ করা হয়।
 
নতুন সূচি অনুযায়ী, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/ হিসাববিজ্ঞান প্রথম পত্র/ যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষাগুলো, যা ১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ১২ আগস্ট (মঙ্গলবার)। এ পরীক্ষাগুলো কেবল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে।
 
ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, যা হওয়ার কথা ছিল ১৭ জুলাই, তা নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। একই সময়ে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সংগীত দ্বিতীয় পত্র/ আরবি দ্বিতীয় পত্র/ পালি দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা কেবল ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।
 
রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা ২২ জুলাই হওয়ার কথা থাকলেও তা নেওয়া হবে ১৭ আগস্ট (রোববার)। এসব পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত হবে।
 
অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, যা ২৪ জুলাই নেওয়ার কথা ছিল, তা হবে ১৯ আগস্ট (মঙ্গলবার)। এই পরীক্ষাও সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।
 
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের পরিপ্রেক্ষিতে ২২ ও ২৪ জুলাইয়ের দুটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার জানান, এই পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে সিদ্ধান্ত ছিল, তবে নতুন রুটিন অনুযায়ী তা আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]