ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন ১৮ জেলে, উদ্ধার করল নৌবাহিনী

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০৯:০৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

 

ধবার (২৩ জুলাই) নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর উপকূল থেকে প্রায় ২৫ মাইল গভীর সমুদ্রে ‘হাবিবা’ নামের ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলের অংশ হিসেবে সমুদ্রে দায়িত্ব পালনকালে ভাসমান ট্রলারটি নজরে আসে। ট্রলারটি থেকে সাহায্যের সংকেত পেয়ে দ্রুত জাহাজটি মাছ ধরার ট্রলারটির কাছে পৌঁছে যায়। উদ্ধার হওয়া ১৮ জন জেলে বর্তমানে সুস্থ আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে, চোরাচালান রোধ, ব্লু-ইকোনমির সুরক্ষা ও জেলেদের নিরাপত্তায় নিয়মিতভাবে আধুনিক যুদ্ধজাহাজ সমন্বয়ে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলেরা জানান, তারা ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়েছিলেন। বিপদের মুখে জীবন রক্ষা করায় এবং পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার জন্য তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]